বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০২ অপরাহ্ন
খলিলুর রহমান- নিজস্ব প্রতিনিধিঃ
তারাগঞ্জ “বাজার কাপড় মার্কেট” এর ভিতরে একটি বৈদ্যুতিক খুঁটি ঝুঁকিপূর্ণ হওয়ায় ইলেকক্ট্রিক শর্ট সার্কিটের ফলে অগ্নিকাণ্ডের মত দূর্ঘটনা হলে বড় ধরনের অর্থনৈতিক ক্ষতির আশঙ্কা রয়েছে। দীর্ঘদিন থেকে ঝুঁকিতে দাঁড়িয়ে আছে বৈদ্যুতিক খুঁটিটি, টিনের চালার উপরিভাগ জরাজীর্ণ তবুও চাল ঘেঁষে ৫০টির বেশি দোকানে দেয়া হয়েছে গ্রাহক সংযোগ।
সরেজমিন ঘুরে দেখা যায়, পুরো “বাজার কাপড় মার্কেট” প্রতিটি কাপড় ব্যবসায়ির দোকান সারিবদ্ধ ও গা ঘেঁষে তৈরি। দোকানগুলো চলতি রমজান ও আগত ঈদ-উল-ফিতর উপলক্ষে বাহারি ও আধুনিক কাপড়ে পরিপূর্ণ ও সজ্জিত। বৈদ্যুতিক খুঁটির এমন ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে কাপড় ব্যবসায়ীরা আছেন আতঙ্কে। বিগত সময়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে অনেক কাপড় সহ সাধারণ ব্যবসায়ি।
তথ্য মতে, ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি “বাজার কাপড় মার্কেট” এর গার্মেন্টস ব্যবসায়ি জনক রায়ের দোকানের ভিতরে। দীর্ঘদিন ধরে এভাবেই রয়েছে ঝুঁকিপূর্ণ খুঁটি, বারবার বলা সত্ত্বেও কোন উদ্যোগ নেয়নি তারাগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর কর্তৃপক্ষ। ব্যবসায়িদের দাবি এবার যদি আমরা কোনভাবে অগ্নিকাণ্ডের শিকার হই তাহলে আর ঘুরে দাঁড়ানোর ক্ষমতা থাকবে না। ব্যবসায়িগণের পূনরায় আহ্বান, বৈদ্যুতিক ও বাজার পরিচালনা কমিটির সংশ্লিষ্ট সকলে যেন ঝুঁকিপূর্ণ খুঁটিটি দ্রুত অপসারণ করার ব্যবস্থা করেন।
কাপড় ব্যবসায়ি মোঃ লিমন হোসেন বলেন, সারা দেশে যেভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে আমরা আল্লাহ্’র অশেষ রহমতে কিছুদিন ধরে ভালই আছি, বিগত সময়ে বেশ কয়েকবার অগ্নিকাণ্ডে আমরা যে পরিমান ক্ষতিগ্রস্ত হয়েছি, তা পুষিয়ে উঠে ভালো আছি- আলহামদুলিল্লাহ্।
তবে ভয়ে আছি ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি নিয়ে, বিভিন্ন ভাবে পল্লী বিদ্যুৎ অফিস, বাজারের এই সমস্যাটি অবগত থাকলেও সমাধানে আসেনি। আমাদের জনবান্ধব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুবেল রানার মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি। যেন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক খুঁটিটি অপসরনে মাধ্যমে “বাজার কাপড় মার্কেট” আমাদের ব্যবসায়িক নিরাপত্তা নিশ্চিত করেন।