মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৪২ পূর্বাহ্ন
মোঃ সোহাগ- ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহের ত্রিশালে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) এর ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শুক্রবার ১৫ই জুলাই বিকেলে ত্রিশাল উপজেলা শাখার আয়োজনে দরিরামপুরস্থ অস্থায়ী কার্যালয়ে বিএমএসএফ এর আয়োজনে কেক কাটা ও বিশেষ আলোচনা করা হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সদস্য ও ত্রিশাল উপজেলা শাখার সভাপতি আনোয়ার সাদত জাহাঙ্গীর, এস.এম জামাল উদ্দিন শামীম, সাধারণ সম্পাদক, মোঃ আসাদুল ইসলাম মিন্টু, তথ্য গবেষণা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, লুৎফুন নাহার লিজা, মহিলা বিষয়ক সম্পাদক বিএমএসএফ ত্রিশাল উপজেলা শাখা।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সাংবাদিক শাহ সুলতান রঞ্জু, খ ম শফিকুল ইসলাম, মানবাধিকার কর্মী এনএম জহিরুল ইসলাম, আতিকুল ইসলাম আতিক, শাহিনুর ইসলাম শাহিন, (দৈনিক নবজীবন) মোঃ আলমগীর কবীর মুসা, মোঃ সোহাগ মিয়া(সকালের শিরোনাম), ওমর ফারুক(দৈনিক রুপবাণী)প্রমুখ।
এসময় বক্তারা বিএমএসএফ ঘোষিত ১৪ দফা দাবী অধিকার মর্যাদা রক্ষায় সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং সাংবাদিকদের সুরক্ষা আইন প্রনয়ন ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহবান জানান।