মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
মোঃ নুরুন্নবী- পাবনা জেলা প্রতিনিধিঃ
পাবনা জেলা আইনজীবী সমিতির অন্যতম সিনিয়র সদস্য অ্যাডভোকেট সৈয়দ রেজাউল হক ফরিদ এর দু’দফা জানাযা শেষে দাফন সম্পন্ন। ফরিদ সাঁথিয়া উপজেলার পাগলা গ্রামের দারোগাবাড়ির মরহুম সৈয়দ আব্দুস সামাদের ১২ সন্তানের মধ্যে পঞ্চম। সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৬টার দিকে পাবনা শহরের গোপালপুর এলাকার বাসায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর। মৃত্যুকালে স্ত্রী, পুত্র, কন্যা সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।
অ্যাডভোকেট ফরিদের মৃত্যুতে পাবনার কোর্ট এলাকায় শোকের ছায়া নেমে আসে। সকালে তার মৃত্যুর খবর শুনে পাবনার আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চু সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়া মরহুমের বাসায় ছুটে যান, তার শোকসন্তপ্ত পরিবারের খোঁজ খবর নেন ও পরিবারের প্রতি প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। পরে জেলা ও দায়রা জজ কোর্টে মরহুমের জন্য কোর্ট রেভারেন্স অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা ও দায়রা জজ এএফএম আহসানুল হক এর সভাপতিত্বে কোর্ট রেফারেন্সে আইনজীবী সমিতির নব নির্বাচিত সভাপতি, সেক্রেটারি সহ সকল পর্যায়ে আইনজীবী উপস্থিত ছিলেন।
এছাড়া জেলা আইনজীবী সমিতির হলরুমে মরহুমের স্মরণে শোক প্রস্তাব ও রুহের মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আইনজীবী সমিতির সভাপতি আবুল কালাম আজাদ বাচ্চুর সভাপতিত্বে ও সেক্রেটারি সুলতান মাহমুদ খান এহিয়ার সঞ্চালনায় দোয়া মাহফিলে সমিতির সকল আইনজীবী উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমের স্মরণে এক মিনিট নীরবতার পরিবর্তে মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দুপুর ১২:৩০ টা আইনজীবী সমিতির উদ্যোগে শহরের জিসিআই স্কুল মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাযায় আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি, সেক্রেটারি সহ সকল আইনজীবী, শহরের সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, শিক্ষক, চিকিৎসক ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করে।
অন্যান্যদের মধ্যে পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন, সিনিয়র আইনজীবী নাজমুল হাসান শাহীন, শফিকুর রহমান উপস্থিত ছিলেন। পরে মরহুমের নিজ গ্রাম সাঁথিয়ার পাগলায় দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।