সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১১:৫৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়নের নিত্তিপোতা যুবসমাজের উদ্যোগে ৩ দিনব্যাপী বাৎসরিক পৌষে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় মেলা অনুষ্ঠিত হয়েছে।(৪ জানুয়ারি) ২০২৫ইং নিত্তিপোতা উত্তর পাড়া ঘৌড়দৌড় মাঠ প্রাঙ্গণে।
মেহেদী হাসান আবুলের সভাপতিত্বে ঘৌড়দৌড় মেলার প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সামছুল আলম ঠিকাদার। মেলার সহ. সভাপতি ওবাইদুল হক মাষ্টার, ধারাভাষ্যে ছিলেন পল্লী চিকিৎসক জাহিদুল ইসলাম (নয়ন), মেলা পরিচালনা করেন মিলন মন্ডল, সাইফুল ইসলাম, যুবসমাজ হস গ্ৰামবাসী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।