শনিবার, ১২ Jul ২০২৫, ০৯:৪৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল বগুড়ার ধুনট উপজেলা শাখা আয়োজিত এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২৯ জানুয়ারী) বুধবার বিকেল ৩টার সময় রাঙ্গামাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে। এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আলহাজ্ব মাহমুদুন নবী মোহাব্বতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট সানাউল্লাহ সায়েম সুমন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদ, সদস্য সচিব শাহাদাৎ হোসেন, যুগ্ন সম্পাদক আব্দুস সালাম। উপজেলা যুব দলের সাবেক যুগ্ন সম্পাদক বুলবুল আহমেদ মিঠু, এলাঙ্গী ইউনিয়ন বিএনপি’র সভাপতি শফিকুল ইসলাম শফি, সাবেক সাধারণ সম্পাদক আতাউর রহমান পলাশ, রাঙ্গা মাটি গ্ৰামের মুরুব্বি শাজাহান আলী, কৃষক নেতা মোহাম্মদ আলী।
অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন আলহাজ্ব সোহরাফ হোসেন, কৃষক শাহীন মিয়া,রুপালী আক্তার, কৃষক দলের নেতৃবৃন্দসহ ছাত্রদল নেতা মিলন উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া জেলার ধুনট উপজেলার এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।