বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৭ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধুনট উপজেলা শাখা আয়োজিত কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩০ নভেম্বর) শনিবার বিকেলে কান্তনগর বাজার সংলগ্ন এলাকায়।
কালের পাড়া ইউনিয়ন কৃষক দলের সভাপতি আবু সাঈদ বাদশার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (রনি), জেলা কৃষক দল নেতা সাইফুল ইসলাম (আকন্দ), আব্দুল করিম।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ (কেডি), উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনূর আলম টগর, কোরআন তেলাওয়াত করেন আবু সাঈদ, কৃষক শামীম হোসেন, মোহাম্মদ হোসেন সহ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া জেলার ধুনট উপজেলার কালের পাড়া ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।