সোমবার, ১৭ মার্চ ২০২৫, ০৫:০৫ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
রবিবার (১৬ মার্চ) ২০২৫ ইং বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশক্রমে সারাদেশব্যাপী তৃণমূল পর্যন্ত দোয়া ও ইফতার মাহফিল কর্মসূচীর ধারাবাহিকতায় বগুড়া জেলার ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়ন বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে কান্তনগর বাজার এলাকায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ধুনট উপজেলা বিএনপি’র সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এ.কে.এম তৌহিদুল আলম মামুন।
কালেরপাড়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি ফরাইজুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ধুনট সরকারি ডিগ্রি কলেজের সাবেক ভিপি ও উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর পাশা, সিনিয়র সহঃ সভাপতি আনিছুর রহমান বাদশা, সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার ভেটু, সাংগঠনিক সম্পাদক মুনজিল হক।
পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মাহবুব হোসেন চঞ্চল, বিএনপি’র নেতা রেজাউল করিম রেজা, পৌর যুবদলের আহবায়ক আবু তালহা শামীম খান, উপজেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল আলিম, সাবেক যুগ্ম সাধারণ মোহাম্মদ আলী জন, শাহাদাত হোসেন পিষ্টন, পাখী, যুবদল নেতা ইয়াকুব, বেল্লাহ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের এস. এম. রানা, উপজেলা ছাত্রদল নেতা সাইদুজ্জামান নোমান, জিন্নাহুর রহমান রাকিব। পৌর ছাত্রদল জাকারিয়া, হৃদয়, নাফিজ, উপজেলা সমবায় দলের সাধারণ সম্পাদক এরশাদুল আলম।
কালেরপাড়া ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কৃষক দল নেতা বাদশা, যুবদল নেতা সিজন, ছাত্রদল নেতা নিশাত সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিল।