বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:২৯ অপরাহ্ন
মনিরুজ্জামান মনি- বগুড়া জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল বগুড়ার ধুনট উপজেলা শাখা আয়োজিত কৃষকদের নিয়ে মথুরাপুর ইউনিয়ন কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (১০ফেব্রুয়ারী) সোমবার বিকেল ৩ ঘটিকার সময় মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহম্মেদের সভাপতিত্বে ও সদস্য সচিব শাহাদাৎ হোসেনের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সদস্য মাহবুবুর রহমান হারেজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাবেক পৌর প্রশাসক আকতার আলম সেলিম, উপজেলা কৃষক দলের যুগ্ন সম্পাদক আব্দুস সালাম , কৃষকদল নেতা মোহাম্মদ আলী, ছাত্র নেতা শাহালী, যুবদল নেতা এনামুল হক, জুয়েল রানা, ছাত্র দল নেতা মিলন।
মুলতানী পারভীন শাহজাহান তালুকদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফছার আলী, মথুরাপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান মাহবুবুর রহমান ফিরোজ, বিএনপির নেতা জেল হোসেন ঠান্টু, আমজাদ হোসেন, আব্দুল কালাম আজাদ দুলালসহ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী। ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া জেলার ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।