বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০৫:৫১ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার রহমান, আরাফাত রহমান কোকোর আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপার্সন দেশমাতা বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে গোসাইবাড়ী হাই স্কুল মাঠ প্রাঙ্গনে। গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন থানা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, মঈনুল হাসান মুকুল, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল কাইয়ুম টগর, থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর স্বপন, যুগ্ন আহ্বায়ক মাসুদ রানা, বিএনপি নেতা রফিক শাহ, আব্দুল হান্নান, আব্দুর রহমান, হাবিবুর রহমান মোল্লা, আব্দুল হামিদ, যুব নেতা রতন, ডফিন, জহুরুল, ছাত্রনেতা সম্রাট, প্লাবন, স্বেচ্ছাসেবক নেতা আনোয়ার, শ্যামল, কাওসার সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) গোসাইবাড়ী ইউনিয়ন শাখার উদ্যোগে বিদ্যুৎ -গ্যাস, চাল, ডাল, তেল, চিনিসহ নিত্য প্রয়োজনীয় দ্রবমুল্যের লাগামহীন উর্ধ্বগতি এবং দমন নিপীড়নের প্রতিবাদে ও বিএনপির ঘোষিত-১০ দফা দাবি বাস্তবায়নের কর্মসূচিতে বিকেলে ৪টা হইতে ৬টা পর্যন্ত গণ অবস্থান কর্মসূচি পালন।