রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪, ০১:২০ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধি.
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল ধুনট উপজেলা শাখা আয়োজিত চৌকিবাড়ী ইউনিয়ন কৃষকদের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) ২০২৪ইং বিকেলে চৌকিবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে।
চৌকিবাড়ী ইউনিয়ন কৃষক দলের সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রায়হান খন্দকারের সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা কৃষক দলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম (রনি), দপ্তর সম্পাদক ছামিউল ইসলাম, শেরপুর উপজেলা কৃষক দলের আহ্বায়ক আবু সাঈদ।
উপজেলা কৃষক দলের আহ্বায়ক শামীম আহমেদ (কেডি), সদস্য সচিব শাহাদাত হোসেন, চৌকি বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাসানূল করিম পুটু, চৌকি বাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন।
কোরআন তেলাওয়াত করেন শামীম আক্তার রাজু, কৃষকদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক আমিনুল ইসলাম,ফরাজুল ইসলাম, মোহাম্মদ আলী, জাহাঙ্গীর আলম, ছাত্রদল নেতা নোমান ও লিমনসহ কৃষক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশের সংখ্যা গরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে তিন মাসব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে বগুড়া জেলার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।