বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০২:৫৬ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত জাতীয় প্রবাসী দিবস -২০২৪ ও আন্তর্জাতিক অভিবাসী দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ সভাকক্ষে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা আব্দুল মজিদ, উপজেলা কৃষি অফিসার ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রেহেনা খাতুন।
কালের পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজ্জাদ হোসেন শিপন, চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, এলাঙ্গী ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান শাহাদত হোসেন পিষ্টন, ধুনট সদর ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) প্যানেল চেয়ারম্যান নুন্নবী, অফিসার গণ সহ ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির উপস্থিত ছিলেন।