রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৪:৫৫ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় আয়োজিত জাতীয় সমাজসেবা দিবস-২০২৫ উদযাপন উপলক্ষে ওয়াকাথন, মুক্ত আড্ডা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ (২ জানুয়ারী) ২০২৫ইং বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, উপজেলা যুব উন্নয়ন অফিসার আফতাব উদ্দিন, গ্ৰাম উন্নয়ন সংস্থার চেয়ারম্যান শফিকুল ইসলাম খোকন, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির, উপজেলা সমন্বয়কারী বিশ্বজিৎ সরকার, ছাত্রদের মধ্যে বক্তব্য রাখেন নোমান, মুরাদ, শিল্পী তপতী রানী, সাইদুল ইসলামসহ উপকার ভোগীগণ উপস্থিত ছিলেন।
উপজেলা সমাজসেবা থেকে তিনজনকে সম্মাননা প্রদান ও দুই জন ভিক্ষুক পূর্ণবাসন করার জন্য দোকানের মালামাল সহ দোকান ঘর বিনামূল্যে বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল।