মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষে তরুণদের অংশ গ্ৰহন ও সহযোগীতায় বর্জ্য-শুন্যতার প্রচার এবং পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) সকাল ১১ ঘটি কার সময় উপজেলা পরিষদ চত্বরে। পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিল, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহ আল কাফী, উপজেলা মহিলা বিষয়ক অফিসার আশরাফ আলী, উপজেলা কৃষি অফিসার ছামিদুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার জাহিদুল আনোয়ার, উপজেলা প্রাণিসম্পদ অফিসার রেহেনা খাতুন।
উপজেলা আনসার ভিডিপি অফিসার কামরুল ইসলাম, উপজেলা হিসাব রক্ষণ সুপার মাহমুদুল, উপজেলা তথ্য অফিসার সুফিয়া খাতুন, ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির সহ অন্যান্য অফিসার বৃন্দ ও তরুণরা উপস্থিত ছিলেন।