রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:৪২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ী ইউনিয়নের পাঁচথপি গ্ৰামে তারা মন্ডলের বসতবাড়ীর সিমানা বৃষ্টির পানিতে ধসে পড়ায় থানায় অভিযোগ দায়ের হয়েছে। এই ঘটনাটি ঘটে (২২ জুলাই) সকাল ১১ টায় সময় পাঁচথুপি গ্ৰামে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার পাঁচথুবি গ্ৰামে তারা মন্ডলের বসতবাড়ীর সিমানা ও বাথরুমের হাউজ। ভারী বৃষ্টিপাতের কারণে একই গ্ৰামের মৃত. নুরু তালুকদারের ছেলে মামুন তালুকদারের পুকুরের পার ধসে তারা মন্ডলের বসতবাড়ীর সিমানা ও বাথরুমের হাউজ ধসে পরেছে। মামুন তালুকদারকে বলার পরেও তিনি কোন ব্যবস্থা গ্ৰহন করেন নাই।
বাদী রানা মন্ডল বলেন, আমার বাড়ীর সিমানা ঘেঁষে মামুন তালুকদার অনেক গভীর করে পুকুর ও বয়লার মুরগির ফার্ম নির্মাণ করেছেন।
এই ফার্মের আশেপাশের লোকজন ফার্মের মল মূত্রের দূর্গন্ধে শিশু শিক্ষার্থী সহ নানা বয়সের মানুষদের ডেঙ্গু জ্বর সহ নানা রোগে আক্রান্ত হচ্ছে। এতে ফার্মের মালিক কোন কর্ণপাত করছেন না আমরা খুব কষ্টে আছি। আমাদের আশেপাশের নারী পুরুষ মিলে মানবেতর জীবনযাপন করছি। এর থেকে প্ররিত্যান পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার আশু দৃষ্টি কামনা করছি।
বিবাদী মামুন তালুকদার বলেন ভাড়ী বৃষ্টির কারণে আমার পুকুরের পার ভেঙ্গে মামার বাথরুমে হাউজের কিছু অংশ ধসে যায়। এই বিষয়ে আমাকে জানালেন আমি বাঁশ, ছালা ও মাটি দিয়ে সহযোগিতা করতে চেয়েছি। এই বিষয়ে রানা মন্ডল বাদী ধুনট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী।