শুক্রবার, ০৯ মে ২০২৫, ১০:০১ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বগুড়ার ধুনট উপজেলার গোসাইবাড়ী, ভান্ডারবাড়ী ও চিকাশী ইউনিয়ন বিএনপি সহ সকল অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ মার্চ) বিকেল ৩ ঘটিকার গোসাইবাড়ী এ এ উচ্চ বিদ্যালয় খেলার মাঠ প্রাঙ্গণে।
গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব শহিদুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গোলাম মোহাম্মাদ সিরাজ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী সদস্য আসিফ সিরাজ রব্বানী সানভি। উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহীন, পৌর বিএনপির সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, সিনিয়র সহঃ সভাপতি সানোয়ার হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক প্রকৌশলী আল আমিন, বিএনপির নেতা মোখফিজুর রহমান বাচ্চুর, বিএনপির নেতা আব্দুল কাইয়ুম টগর ।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলফিজুর রহমান স্বপন, স্বেচ্ছাসেবক দল নেতা আশিক, জেলা ছাত্রদল নেতা নূরে আলম। গোসাইবাড়ী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মইনূল হাসান মুকুল, গোসাইবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম।
ভান্ডার বাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বেলাল হোসেন বাবু, চিকাশী ইউনিয়ন বিএনপির সভাপতি ও চিকাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জুয়েল, বিএনপির নেতা হান্নান, রতন,বিপ্লব, শ্রমিক দল নেতা আসাদুল ইসলাম, ছাত্র নেতা সম্রাট, আলম হাসান সহ বিএনপির সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।