শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট (বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট পৌর বিএনপি আয়োজিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে পৌর সভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। ধুনট পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মাহবুব প্যারিস।
সাবেক পৌর প্রশাসক ও বিএনপির নেতা আকতার আলম সেলিম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম শাহিন, বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান ফিরোজ, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোখফিজুর রহমান বাচ্চু, বিএনপির নেতা জাকির হোসেন জুয়েল, আব্দুল কাইয়ুম টগর, মুনজিল হোসেন আকন্দ।
উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক রাশেদুজ্জামান উজ্জ্বল, যুবদল নেতা বুলবুল আহমেদ মিঠু, আবু মুসা, সুমন, পৌর যুবদলের সিনিয়র আহ্বায়ক প্রকৌশলী আল আমিন।
উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আলফিজুর রহমান স্বপন, সদস্য সচিব মাহবুবুল হাসান রন্জু, উপজেলা ছাত্রদল নেতা আলম হাসান, ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখার ছাত্রদলের সভাপতি মিলনসহ সহ বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।