বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০২:৪৮ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল আয়োজিত সমতল ভূমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মান উন্নয়নে প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী ১৫০ জন পরিবারের মাঝে বিনামূল্যে প্রতিজনকে ২০টি করে হাঁস ও হাঁসের ঘর বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১১ ঘটিকার সময় প্রাণি সম্পদ অফিস চত্বরে। উপজেলা সহকারী কমিশন ভূমি নুরুল আমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাননীয় জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, ধুনট থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ নাবিল ফারাবী, ভেটেরিনারি সার্জন ডাঃ মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার আসাদুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহঃ সভাপতি গোলাম সোবাহান, উপজেলা যুবলীগের সহঃ সভাপতি আলীম আলরাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন প্রাণী সম্পদের ডাক্তার, অফিস সহকারী ও উপকার ভোগিগণ সহ স্থানীয় নেতৃবৃন্দ।