শুক্রবার, ০৯ মে ২০২৫, ০১:০৮ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ২৬মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৬ মার্চ) বুধবার সকাল ৯ টার সময় ধুনট সরকারি নইম উদ্দিন পাইল মডেল উচ্চ মাঠ প্রাঙ্গণে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম।
উপজেলা মুক্তিযোদ্ধার সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, পৌর বিএনপি’র সভাপতি আলিমুদ্দিন হারুন মন্ডল, উপজেলা দপ্তরের অফিসার বৃন্দ, ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন ও জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণসহ যথাযোগ্য মর্যাদায় নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালিত হয়।