মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৩:৫২ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধি.
বগুড়ার ধুনট উপজেলা ও পৌর মৎস্যজীবী দলের উদ্যোগে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ জানুয়ারি) বিকেলে পৌর বিএনপি’র কার্যালয়ে দোয়া মাহফিল সম্পন্ন হয়।
উপজেলা মৎস্যজীবী দলের নেতা হারুনার রশিদ হারুনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র সহ. সভাপতি ও সাবেক কাউন্সিলর ছানোয়ার হোসেন, পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, মৎস্যজীবী দল নেতা আব্দুল মান্নান, বিশিষ্ট ব্যবসায়ী রেজাউল করিম (বাবলু),শফিকুল ইসলাম শফি, রাসেল, বুলবুল, আল মাহমুদ, মোহাম্মদ আলী প্রমুখ।