");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container-b6aiyu .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container-b6aiyu .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container-b6aiyu .gt_switcher .gt_current{display:none}.gt_container-b6aiyu .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container-b6aiyu .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container-b6aiyu .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container-b6aiyu .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container-b6aiyu .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container-b6aiyu .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ০৯:৩৬ পূর্বাহ্ন
মনিরুজ্জামান- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় চৌকিবাড়ী ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে সরকারি খাস সম্পত্তি থেকে ভূমিহীনদের উচ্ছেদের চেষ্টা করছে এলাকার প্রভাবশালী মহল।
অভিযোগ সুত্রে জানা যায় জমি জমা সংক্রান্ত বিষয়ের জের ধরে বিবাদীগণ ১। শাহীন ৪০ পিতা আলতাব আলী শেখ। ২। আব্দুল মান্না শেখ ৪৫। পিতা মৃত দেলবার শেখ। ৩। হাছেন আলী শেখ ৫৫। পিতা মৃত হুরমুজ আলী শেখ। ৪। মামুন ৩৫ পিতা হবিবর শেখ। ৫। আলমগীর শেখ ৪২ পিতা মৃত মফিজ উদ্দিন শেখ। পরস্পর যোগ সাজশ করে এলাকার প্রভাব শালীদের ছত্র ছায়ায় ভূমিহীনদের উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করছে।
এ ব্যাপারে ভুক্তভোগী ভূমিহীন চাঁন মিয়া ০৮-০৪-২০৪ ইং তারিখে উপজেলা নির্বাহী বরাবর একটি লিখিত অভিযোগ করেন এবং গত ২২ জুন ২০২২ ইং তারিখে জেলা প্রশাসক বরাবরে ভূমিহীনদের পক্ষে চান মিয়া একটি লিখিত অভিযোগ দায়ের করে যাহার স্বারক নং ০৫৫০১০০০০০৮৬৭০১৭০১৮.৭৩৮। অভিযোগের প্রেক্ষিতে রেভিনিউ ডেপুটি কালেক্টর থেকে গত ৬ নভেম্বর ২০২২ ইং তারিখে ধুনট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য একটি পত্র প্রেরণ করা হয়। যহার স্বারক নং ০৫৫০১০০০০০.০০৮ ৬৭০১৮১৮. ১৪৪৫(৩)। পত্রের আলোকে ধুনট সার্ভেয়ার সরোজমিনে গিয়ে সরকারি খাস সম্পত্তির উপর লাল পতাকা পুঁতে দিয়ে আসেন।
বিবাদীগণ প্রকাশ্যে দিবালোকে গত ৩১/০৩/২৪ ইং তারিখে টেনে তুলে নিয়ে যায় এবং পরে গত ০২/০৪/২৪ ইং তারিখে ভূমিহীনদের পুকুর থেকে প্রায ২ লাখ টাকার মাছ মেরে বিক্রি করে আত্বসাৎ করে।
বর্তমানে বিবাদীগণ বেপরোয়া হয়ে ভূমিহীনদের উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে মারপিট সহ জান মালের ক্ষতি সাধন করছে। ন্যায় বিচারের দাবি করে ভূমিহীনদের পক্ষে চান মিয়া সংবাদ সম্মেলন করেন।
তারিখ ০৮/০৪/২৪ ইং।র