শুক্রবার, ২১ ফেব্রুয়ারী ২০২৫, ০৫:৩৯ পূর্বাহ্ন
মনিরুজ্জামান মনির বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা প্রশাসন আয়োজিত ২১ ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। (১৬ ফেব্রুয়ারি ) বিকেল ৩.৩০ ঘটিকার সময় উপজেলা পরিষদ সভাকক্ষে।
উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি খায়রুজ্জামান, ধুনট থানার অফিসার ইনচার্জ সাইদুল আলম, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার ফেরদৌস আলম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি আবুল মুনছুর পাশা, পৌর বিএনপির সভাপতি আলীমুদ্দিন হারুন মন্ডল।
উপজেলা জামায়াতী ইসলামের আমির আমিনুল ইসলাম, ধুনট সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুন্নবী , উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অফিসারগণ ও ধুনট পুরাতন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক মনিরুজ্জামান মনির, ছাত্র বৃন্দ,সাংবাদিক সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।