মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১১:৩৩ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- ধুনট(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলা আওয়ামী লীগ আয়োজিত ৩রা নভেম্বর জেল হত্যা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে শেখ কামাল অডিটোরিয়াম হল মিলনায়তনে।
উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি আব্দুল হাই খোকনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রকৌশলী আসিফ ইকবাল সনি, সহঃ সভাপতি গোলাম হোসেন সরকার, যুগ্ন সম্পাদক প্রভাষক ফরিদুল ইসলাম, পৌর মেয়র এজিএম বাদশা, উপজেলা পরিষদের ভাইস্ চেয়ারম্যান মহসীন আলম, মহিলা ভাইস্ চেয়ারম্যান পপি রানী সাহা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহঃ সভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম শফি, রেজাউল করিম রেজা, সাবেক দপ্তর সম্পাদক আফছার আলী, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন খান,জেলা পরিষদের সদস্য এ এফ এম ফজলুল হক, আওয়ামী লীগ নেতা এম এ তারেক হেলাল, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বণি আমিন মিন্টু, সহঃ সভাপতি আলীম আল রাজী বুলেট, সাংগঠনিক সম্পাদক আতিকুল ইসলাম আতিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুল ইসলাম শফি, সাহেব সাধারণ সম্পাদক মাইদুল ইসলাম রনি সহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।