বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৬:৩৩ অপরাহ্ন
মনিরুজ্জামান মনির- বগুড়া জেলা প্রতিনিধিঃ
বগুড়ার ধুনট উপজেলায় চাইল্ড একাডেমী স্কুল আয়োজিত ধুনট চাইল্ড একাডেমী স্কুলের ১৯ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (০৮ই ফেব্রুয়ারী) বৃহস্পতিবার দুপুরে ধুনট চাইল্ড একাডেমী স্কুল মিলনায়তনে।
ধুনট চাইল্ড একাডেমী স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা: ইনাম আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন তপন কুমার দেব, অভিভাবক সদস্য তৌহিদুল ইসলাম (বাদশা), সেলিম রেজা, রবিউল করিম, বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকাসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত। বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ডা: ইনাম আহমেদ।