শুক্রবার, ১৬ মে ২০২৫, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ২ লক্ষ্মীপুরে মাদরাসার ছাত্রকে হত্যা! রংপুরে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন পুঠিয়ায় পুকুর টেন্ডার নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ রংপুরে পতিতাবৃত্তি ও মাদক ব্যবসায় ঝুঁকিতে গ্রামীণ শৃংঙ্খলা রংপুরে অত্যাধুনিক ক্যাথল্যাব সম্বলিত হার্ট সেন্টার উদ্বোধন কৃষি ব্যাংকে ভুয়া ‘জিয়া পরিষদ’ ঘিরে তোলপাড় কুমিল্লায় মাদক সহ র‌্যাবের হাতে গ্রেপ্তার-১ রংপুরের পীরগাছায় কাভার্ড ভ্যানের ধাক্কায় পথচারী নিহত লক্ষ্মীপুর পৌরসভায় মশক নিধন কার্যক্রম শুরু কুষ্টিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ নড়াইলে সালমান হত্যা মামলা আসামি গ্রেপ্তার কুষ্টিয়ায় স্বাস্থ্যসেবার অনিয়মে পেশাজীবী পরিষদের মানববন্ধন পিরোজপুরের আলোচিত কুখ্যাত সন্ত্রাসী নাছির কারাগারে রংপুরে গৃহবধূ নির্যাতনে গর্ভপাত- মামলা তুলে নেয়ার হুমকি কুমিল্লায় র‌্যাবের অভিযানে মাদক সহ আটক ২ ফুলবাড়ীতে জমিজমার বিরোধ মারপিট আহত-১ ফুলবাড়ী থানার পুলিশ অভিযান চালিয়ে মাদক সহ আটক-১ নড়াইলে সেনাবাহিনীর অভিযানে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ পুঠিয়ায় রাজশাহী পূর্ব জেলা মজলিসে সুরা অধিবেশন

নড়াইলের মিঠাপুর-চাকুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি জোরপূর্বক দখল চেষ্টা

উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের মিঠাপুর-চাকুলিয়ায় হিন্দু সম্প্রদায়ের বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা, ১৪৪ নড়া্ধইলরা জারি। নড়াইলের লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর-চাকুলিয়ায় বাড়ির মালিক অবসরপ্রাপ্ত শিক্ষক পরশ মনি বিশ্বাস ওরফে মন্টু ও তার মাকে মারপিট করে ও ভয়ভীতি প্রদর্শন করে বসতবাড়ি জোরপূর্বক দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ জিয়াউর রহমান, তার বেপরোয়া স্ত্রী সালমা খানমসহ কতিপয় সন্ত্রাসী।

ঘটনা উল্লেখ করে জমির মালিক পরশ মনি বিশ্বাস ওরফে মন্টু গত ১৮ই এপ্রিল অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃকাঃবিঃ১৪৪/১৪৫ ধারায় মামলা করেন।

মামলার বিবরণে জানা যায়- মতুয়া মিশনের সাবেক যুগ্ন মহাসচিব ও হরিগুরুচাঁদ শিক্ষা সংস্কৃতি গবেষনা পরিষদের কেন্দ্রীয় সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক পরশ মনি বিশ্বাস ওরফে মন্টু মিঠাপুর মৌজার চাকুলিয়া গ্রামে কবলা দলিলমূলে ক্রয়কৃত নালিশী ৩৩৯২ দাগের ২৩ শতক জমিতে ৭৫ বছরের বৃদ্ধা মা গৌরি রানী বিশ্বাসকে নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস ও ভোগদখল করে আসছেন।

ওই জমিতে পরশ মনি বিশ্বাসের বাড়ির জমির পূর্ব পার্শ্বে পশ্চিম মূখি বসত ঘর, মৃতঃ বাবা শিরিষ চন্দ্র বিশ্বাসের সমাধি, উত্তর পোতায় রান্নাঘর, হরিগুরুচাঁদ শিক্ষা সংস্কৃতি কেন্দ্র, একটি হরিমন্দির, তুলশি মন্দিরসহ ফলজ ও বনজ গাছপালা রয়েছে।

গত ১৭ই এপ্রিল বিকাল ৪ ঘটিকার সময় নালিশী জমির উত্তর পার্শে বসবাসরত জিয়াউর রহমান, তার স্ত্রী সালমা খানম ও ছেলে জাহিদ হোসেনসহ ৬/৭ জন সংঘবদ্ধভাবে দেশীয় ধারালো অস্ত্রশস্ত্র ও লাঠিশোঠা নিয়ে পরশ মনি বিশ্বাসের বাড়িতে প্রবেশ করে জোরপূর্বক বাড়ি দখলের চেষ্টা চালায়।

বাড়ি দখলের এ অপচেষ্টা ঠেকাতে পরশ মনি বিশ্বাস তার বৃদ্ধা গৌরি রানী বিশ্বাস, প্রতিবেশী দীন ইসলাম, তার স্ত্রী হালিমা এবং দীন ইসলামের বৃদ্ধা মা কুলসুম বেগম(৬৫) এগিয়ে আসলে তাদেরকে বেধড়ক মারপিট করে এবং রান্নার চুলা ভেঙ্গে দেয় চিহ্নিত ওই জবরদখলকারীরা ও তাদের লোকজন।স্থানীয় এক জনপ্রতিনিধির প্রত্যক্ষ মদদে একপর্যায়ে তারা জোরপূর্বক পরশ মনির উঠানের মাঝখানে টিনের বেড়া দিয়ে ঘিরে দেয় বলে প্রত্যক্ষদর্শী লোকজন জানান।

তাদের আর্তচিৎকারে প্রতিবেশী অন্যান্য লোকজন এগিয়ে আসলে বাড়ি দখলকারীরা চলে যায়। চলে যাবার সময় বাড়ির জমি দখলকারীরা এই মর্মে হুমকি দেয় যে, অচিরেই তারা এ বাড়িতে প্রবেশ করে বাড়িঘর ও জমি-জমা দখল করিবে।

গত ১৮ এপ্রিল নড়াইলের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে ফৌঃকাঃবিঃ১৪৪/১৪৫ ধারায় মামলা দায়ের হলে বিজ্ঞ বিচারক ওই দিনের আদেশে বলেন নলিশী জমিতে শান্তি শৃংখলার জন্য ১৪৪ ধারা জারি করা হলো।

তিনি (বিচারক) লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দেন।এছাড়া লোহাগড়া উপজেলার সহকারি কমিশনারকে (এসিল্যান্ড) দখল বিষয়ক তদন্ত প্রতিবেদন প্রদান ও ২য় পক্ষকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করেন।

মামলার বাদী পরশ মনি জানান- আদালতের ১৪৪ ধারা ভঙ্গ করে প্রতিপক্ষরা আমার জমিতে টিনের বেড়া দিয়েছে। আমাকেসহ বৃদ্ধা মাকে মারপিট করেছে, মায়ের রান্নার চুলা নষ্ট করেছে এবং বাড়ি দখলের হুমকি অব্যাহত রেখেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ নাসির উদ্দিন জানান- নালিশী জমিতে ১৪৪ ধারা জারির পর দুইপক্ষকে সংযত থাকার জন্য বলা হয়েছে। কেউ ১৪৪ ধারা ভঙ্গ করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com