মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ১০:২৩ পূর্বাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার সদর লোহাগড়া ইউপির কামঠানা নতুন পাড়া ব্রীজের কাছে দুর্বৃত্তের গুলিতে ৩ যুবক আহত হয়েছে। আহতদের স্থানীয়রা উদ্বার করে প্রথমে লোহাগড়া ৫০শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রবিবার (১৮ আগষ্ট) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার কামঠানা নতুন পাড়া ব্রীজের কাছে জলিল সিকদারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, উপজেলার চরকরফা গ্রামের মিজান সিকদারের ছেলে সোহাগ সিকদার(৩৫), একই গ্রামের ছোবান সিকদারে ছেলে মিঠুন সিকদার(৩২) ও ওবায়দুর সিকদারের ছেলে লিওন সিকদার(৩০)।
আহতদের প্রথমে লোহাগড়া ৫০ শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে গুরুতর আহত সোহাগ সিকদারের বুকে ও পিঠে গুলি বিব্ধ হওয়ায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। অপর ২ জনের জখমের পরিমান কম হত্তয়ায় তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এব্যাপারে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায়, বলেন ঘটনাটি জানার সঙ্গে সঙ্গে আমি নিজে সেখানে গিয়েছি। তবে ঘটনার কারণ এখনো জানতে পারি নাই।