রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:০১ অপরাহ্ন
শাহীন আহমেদ- নীলফামারী জেলা প্রতিনিধিঃ
নীলফামারীতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও সদর উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের মৎস্যজীবী দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৭ই সেপ্টেম্বর সন্ধ্যায় কুন্দপুকুরে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
এতে কুন্দপুকুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সভাপতি শ্রী মৃনাল রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্যজীবী দলের আহবায়ক গোলাম মোস্তফা রঞ্জু।
প্রধান বক্তা ছিলেন, জেলা মৎস্যজীবী দলের সদস্য সচিব মোঃ আজিজুল ইসলাম। কুন্দপুকুর ইউনিয়ন মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মোঃ রাকিব রানার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সরোয়ার্দী হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক জাহিদ রহমান, পৌর মৎস্যজীবী দলের সভাপতি অ্যাডভোকেট মুরছালিন রায়হান কাকন, সাধারণ সম্পাদক শামিম রহমান আবির। আমন্ত্রিত অতিথি ছিলেন জেলা যুবদলের প্রচার সম্পাদক রমিজ রাজা।
এসময় বক্তারা বলেন, মামলা দিয়ে বিএনপিকে ধ্বংস করা যাবে না। আন্দোলনের মাধ্যমে ফেসিষ্ট আওয়ামী সরকারের পতন ঘটিয়ে বিএনপিকে দেশবাসী আবারও ক্ষমতায় আনবে। আর বিএনপি ক্ষমতায় আসলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে।
আরও বলেন আমেরিকার স্যাংসনে সরকার এখন টেনসনে আমেরিকার স্যাংশনে আওয়ামী লীগ এখন স্টেশনে বলেন প্রহসনের সরকার মানিনা একতরফা সরকার মানি না মুজিব কোর্টের সরকার মানি না।
পরিচিতি সভায় পৌর মৎস্যজীবী দলের সহঃ সভাপতি মাহবুব কাওসার সুবিন, সহ সম্পাদক মিন্টু রায়, মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক আখতারুজ্জামান চঞ্চল সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।