সোমবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ০৭:০৫ পূর্বাহ্ন
শাহজাহান ইসলাম লেলিন- শিক্ষানবিশ প্রতিনিধিঃ
নীলফামারীর কিশোরগঞ্জে চিহিৃত দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে কিশোরগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার ২০শে ডিসেম্বর রাত ১২টায় পৃথক দু‘টি বিশেষ অভিযান পরিচালনা করে উপজেলার পুটিমারি ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত্যু মোজাম্মেল হক’র ছেলে তালিকাভুক্ত চিহ্নিত জিআর-১০/২১ এর ওয়ারেন্ট ভুক্ত ‘এ’ ক্যাটাগরির মাদক ব্যবসায়ী ৩৬ মামলার (মাদক ও অস্ত্র) পলাতক আসামী মবু @মবু ডাকাত ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়।
অপর একটি বিশেষ অভিযানে উপজেলার মাগুরা ইউনিয়নের সবুজ পাড়া থেকে আমিনুর রহমান’র ছেলে আনিছুর রহমান তালিকাভুক্ত চিহ্নিত জিআর ২১৭/২২ ‘এ’ ক্যাটাগরির মাদক ব্যবসায়ী (৭টি মামলা) এবং কিশোরগঞ্জ থানার মামলা নং-০৯ তারিখ ০৭/১২/২০২২ এর এজহার নামীয় পলাতক আসামী মাদক ব্যবসায়ীকে ওয়ারেন্ট মূলে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে কথা হলে কিশোরগঞ্জ থানা অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় বলেন- গত বিশেষ অভিযান চালিয়ে চিহৃিত শীর্ষ দুই মাদক ব্যবসায়ী মবু ডাকাত ও আনিছুর রহমান ওয়ারেন্ট মূলে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।