রবিবার, ১৭ নভেম্বর ২০২৪, ১২:৫০ অপরাহ্ন
উজ্জ্বল রায়- নড়াইল জেলা প্রতিনিধিঃ
নড়াইলের নড়াগাতী থানা পুলিশের আয়োজনে ২নং বিট খাশিয়াল ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ৩১শে মার্চ বিকাল ৫টায় খাশিয়াল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে সমাবেশ অনুষ্ঠিত হয়। বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে।
নড়াগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকান্ত সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত বিট পুলিশিং সভায় উপস্থিত ছিলেন- ৬নং খাশিয়াল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম বরকত উল্লাহ্, খাশিয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার খান লুৎফর রহমান, আদর্শ সম্মিলনী উচ্চ বিদ্যাপীঠের প্রধান শিক্ষক মোঃ মফিজুল ইসলাম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি খান আজাদ আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ওসি সুকান্ত সাহা ইউনিয়নের বিভিন্ন লোকের কাছ থেকে বাল্যবিবাহ, চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধের তথ্য দিয়ে অপরাধ নিয়ন্ত্রণে ভূমিকা রাখার আহ্বান জানান। তিনি আরও বলেন- নড়াগাতী থানা পুলিশ নিরবিচ্ছিন্নভাবে সর্বদা জনগনের পাশে আছে ও থাকবে।
অনলাইন ভিত্তিক 71sangbad24.com গণমাধ্যমটি
বাংলাদেশ অনলাইন নিউজ পোর্টাল এসোসিয়েশনে নিবন্ধিত, (আই ডি নং-364)।
বাংলাদেশ তথ্য মন্ত্রনালয়ে জাতীয় নিবন্ধন প্রক্রিয়াধীন।
আগ্রহীগণ সিভি পাঠাতে ই-মেইল করুনঃ info71sangbad24.com@gmail.com