সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দশমিনায় পুলিশের মাদকবিরোধী অভিযানে ২ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করেন দশমিনা থানা পুলিশের একটি চৌকস টিম।
এ ব্যাপারে দশমিনা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান প্রতিবেদককে বলেন- পটুয়াখালী জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ্ পিপিএম, মহোদয়ের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার জনাব আহমাদ মাঈনুল হাসান (প্রশাসন ও অর্থ), পটুয়াখালীর তদারকিতে ২৭শে জুলাই দশমিনা থানার এসআই মোঃ মনিরুজ্জামান ও তার সঙ্গীয় ফোর্সের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে আসামী ১। মোঃ ইমরান আকন(২৬), পিতা-মোঃ আতাহার আকন, ২। মোঃ ইমরান হাওলাদার(২৫), পিতা-মোঃ আঃ লতিফ হাওলাদার, উভয় সাং-মধ্য ভাতশালা, ৫নং ওয়ার্ড, ইউপি-ফরিদপুর, থানা-বাকেরগঞ্জ, জেলা-বরিশালদ্বয়কে ১ কেজি গাঁজাসহ আটক করতে সক্ষম হয়।
এ ব্যাপারে দশমিনা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
ভাউফল