সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:১০ অপরাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) অফিসার্স অ্যাসোসিয়েশনের নির্বাচন গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সংস্থাপন শাখার ডেপুটি রেজিস্ট্রার মোঃ সাইদুর রহমান জুয়েল এবং সাধারণ সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ওয়াজকুরুনী। নির্বাচনে সহঃ সভাপতি-১ শারীরিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক মুহাম্মদ আবু হানিফ, সম্পাদক-২ সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক-১ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সহকারী রেজিস্ট্রার মোঃ বিল্লাল হোসেন, যুগ্ম সাধারণরেজিস্ট্রার মোঃ ফরহাদ, সাংগঠনিক সম্পাদক কৃষি খামার বিভাগের সেকশন অফিসার মোঃ তাজুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডেপুটি রেজিস্ট্রার মোঃ ইমদাদুল হক প্রিন্স নির্বাচিত হয়েছেন।
উক্ত নির্বাচনে নির্বাচিত সকলেই সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার জন্য কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং সকল ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।
বাউফলের কৃতি সন্তান সহকারী যুগ্ম সাধারণ সম্পাদক-১ রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারের সহকারী রেজিস্ট্রার মোঃ বিল্লাল হোসেন প্রতিবেদককে বলেন- যেহেতু সকল ভোটারদের ভোটে নির্বাচিত হয়েছি আমার উপর অর্পিত দায়িত্ব আমি সঠিকভাবে পালন করব এ জন্য সকলের সাহায্য ও সহযোগিতা কামনা করছি।