রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:৪০ অপরাহ্ন
মোস্তফা মিয়া- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি বাতিল, প্রধান শিক্ষকের অনিয়ম ও চুড়ান্ত অপসারনের দাবীতে প্রতিবাদ সভা ও মানব-বন্ধন হয়েছে।
আজ কাল সোমবার অত্র বিদ্যালয়ের অভিভাবকবৃন্দের আয়োজনে বেলা সাড়ে ১১টার সময় মাদারগঞ্জ কলেজ রোড চৌ মাথায় ওই মানব-বন্ধন অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সভায় মিঠিপুর ইউনিয়ন আ‘লীগের সাংগঠনিক মোজাহার আলী মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইউনিয়ন জাতীয় পার্টিও সভাপতি গোলাম মওলা, সাবেক ইউপি সদস্য ইব্রাহীম মিয়া, রোস্তম আলী, সিপিবি নেতা অধ্যাপক কামরুজ্জামান, ইউনিয়ন আ‘লীগের সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম সাদা, সভাপতি মোর্শেদ আলী সরকার, ইউপি চেয়ারম্যান ফরহাদ হোসেন মন্ডল। বক্তরা তাদের বক্তব্যে বিভিন্ন অনিয়ম ও ম্যানেজিং কমিটি বাতিল করাসহ প্রধান শিক্ষকের চুড়ান্ত অপসারন দাবী করেন।
প্রধান শিক্ষক শাহ্ তাজুল ইসলাম শামিম অভিযোগ অস্বীকার করে বলেন- আমাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে। আমার বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।