সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১২:০৭ পূর্বাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অধীনে, পাট অধিদপ্তর কতৃক চলমান কর্মসূচির আওতায়, “প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন” এবং সম্প্রসারণ এর লক্ষে চাষি প্রশিক্ষন-২০২৪ এর আয়োজন করা হয়। উপজেলা পরিষদ হলরুমে নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) প্রশিক্ষণ উদ্বোধন করেন।
আজ (৩ জুলাই) ২০২৪ইং বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দিন ব্যাপী ৭৫ জন পাট চাষি প্রশিক্ষনে অংশগ্রহণ করেন। এসময় পাট অধিদপ্তরের প্রশিক্ষকরা উন্নত প্রযুক্তিতে পাটের চাষ ও বীজ উৎপাদন কিভাবে করবে এ বিষয়ে প্রান্তিক কৃষকদের মাঝে প্রশিক্ষণ প্রদান করেন। এবং যাতে করে নিজ দেশিয় বীজ থেকে পাট উৎপাদনে সক্ষমতা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, পাট কর্তনের পর সুকৌশলভাবে পাট জাগ দিয়ে পাটের সুন্দর ও সচ্ছ আঁশ বের করে বাজারে অধিক মূল্যে বিক্রয় করা সম্ভব হবে। এবং সেই সোনালী আঁশ পর্বতীতে প্রকৃয়াজাতের মাধ্যমে উন্নত বস্ত্র ও দ্রব্যসামগ্রী উৎপাদনে সক্ষম হবে। ভার্চুয়ালি প্রশিক্ষণ প্রদান করেন পাট ও বস্ত্র মন্ত্রনালয়ের উপসচিব জিল্লুর রহমান।
উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. নিশাত আব্দুলাহ, জেলা পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব হোসেন, উপজেলা পাট কর্মকর্তা চায়না বেগম। প্রশিক্ষনে উপসচিব মহদয় হানিফ মিয়া নামের এক কৃষকের সাথে পাট ও বীজ উৎপাদন প্রশিক্ষনে কি কি বিষয়ে প্রশিক্ষন পেলেন তা শোনেন ও বিভিন্ন পরামর্শ প্রদান করেন।