মঙ্গলবার, ০৪ মার্চ ২০২৫, ০২:১৩ পূর্বাহ্ন
হাবিবুর রহমান- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
ডাচবাংলা এজেন্ট ব্যাংকিং এর পীরগঞ্জ শাখার স্বত্বাধিকারী স্থানীয় প্রভাবশালী ব্যবসায়ি মাহামুদুল হাসান বিপ্লবের বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ এনে মামলা রুজু করেছে ঝুনু আকতার। রবিবার (২ মার্চ) রাতে পীরগঞ্জ থানায় ধর্ষণের ঘটনায় মামলাটি রুজু হয়। এ ঘটনাকে ভিন্নখাতে প্রাহে ধর্ষক বিপ্লব তার সাঙ্গপাঙ্গদেরকে দিয়ে অপচেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে।
মামলা সুত্রে জানা গেছে, পীরগঞ্জের মদনখালী ইউনিয়নের জাফরপাড়া গ্রামের ইলিয়াস হোসেনের ছেলে মাহমুদুল হাসান বিপ্লব(৪৫)। তিনি ডাকবাংলা এজেন্ট ব্যাংকিং এর পীরগঞ্জ উপজেলা সদর ও খালাশপীর হাট শাখার স্বত্বাধিকারী। এলাকায় প্রভাবশালী ব্যবসায়ি বিপ্লব দুই সন্তানের জনক। তিনি রংপুর সিটি কর্পোরেশন এলাকার শাহীপাড়া এলাকার আবুল হোসেনের কন্যা ঝুনু আকতারের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। তাদের মধ্যে নিয়মিত অডিও এবং ভিডিও কলে ম্যারাথন কথাবার্তা চলতো।
একপর্যায়ে গত বছরের ২১ সেপ্টেম্বর রাতে ঝুনুকে বিয়ের আশ্বাস দিয়ে তার গ্রামের বাড়ী জাফরপাড়ায় নিয়ে এসে জোরপূর্বক ধর্ষণ করেন। এছাড়াও বিপ্লব তার কথিত প্রেমিকাকে নিয়ে বিভিন্ন স্থানেও ঘোরাফেরা করেন। ঝুনু তার বিয়ের জন্য বিপ্লবকে বললে যোগাযোগ কমে যায়। ফলে বাধ্য হয়ে গত ১ মার্চ বিকেলে রংপুর থেকে ঝুনু তার কয়েকজন লোক নিয়ে প্রেমিক বিপ্লবের ডাচবাংলা এজেন্ট ব্যাংকের পীরগঞ্জ শাখায় আসেন। এ সময় বিপ্লবের লোকজন তাকে অপদস্ত করে অফিস থেকে বের করে দেয়। এ ঘটনায় ঝুনু বাদী তার প্রেমিক বিপ্লবকে একমাত্র আসামি করে ধর্ষণ মামলা করেছেন। মামলার পরও বিপ্লব এলাকায় প্রকাশ্যে চলাফেরা করছে বলে অভিযোগ উঠেছে।
মামলার বাদী ঝুনু আকতার জানান, আমি মামলা করায় বিপ্লব আমার ভিডিও, ছবি ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দিচ্ছে। সে এলাকায় প্রকাশ্যে চলাচল করছে বলে শুনেছি। থানার ওসি এমএ ফারুক বলেন, মামলার পরই আসামিকে গ্রেফতারে অভিযান চলছে। মাহামুদুল হাসান বিপ্লবের সাথে যোগাযোগে একাধিকবার তার মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া গেছে।