শনিবার, ১৮ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ
পীরগঞ্জে বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা‘র প্রয়াত স্বামী ডঃ এমএ ওয়াজেদ মিয়া’র কবরে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন রংপুরের নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ মোবাশ্বের হাসান।
বুধবার ১৯শে জুলাই রংপুরের পীরগঞ্জ উপজেলার ফতেপুরস্থ বিজ্ঞানীর কবরে পুষ্পমাল্য অর্পন শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা ও বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ মন্ডল, উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম, ভাইস্ চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন, উপজেলা আওয়ামী লীগের সহঃ সভাপতি শাহিদুল ইসলাম পিন্টু, মোঃ সিরাজুল ইসলাম (সিরাজ), বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু সাংস্কৃতিক সংগঠন, রংপুর জেলা শাখা, মোঃ সেলিম মিয়া যুগ্ন সাধারন সম্পাদক, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, পীরগঞ্জ উপজেলা শাখা, সহকারী কমিশনার (ভূমি) তকি ফয়সাল তালুকদারসহ স্থানীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।