বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ১০:০৭ অপরাহ্ন
মোস্তফা মিয়া- পীরগঞ্জ(রংপুর)প্রতিনিধিঃ
রংপুরের পীরগঞ্জ উপজেলার পাঁচগাছি ইউনিয়নের দশমৌজা দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখায় ছাত্র ছাত্রীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।
আজ রবিবার বেলা ২ টায় ঐ স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি জনাব আবুল কালাম আজাদ স্বপ্নের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, পীরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাম্মাদ মাহমুদ হোসেন মন্ডল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আনোয়ার ইসলাম, ঐ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ বাবলু মিয়া, স্কুলের প্রধান শিক্ষক মোঃ তৈয়মুর রহমান, সুন্দর হাতের লেখার প্রশিক্ষক মোঃ হারুনুর রশিদ সরকার, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আতোয়ার রহমান।
অত্র বিদ্যালয়ে “সুন্দর হাতের লেখা” একমাস প্রশিক্ষণের পর ১ শত ৭০ জন শিক্ষার্থীদের মাঝে পীরগঞ্জের সাবেক এম পি বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট শিল্পপতি জনাব আবুল কালাম আজাদ এর সৌজন্যে উন্নত মানের স্কুল ব্যাগ বিতরণ করা হয়েছে।