শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ অপরাহ্ন
সিরাজুল ইসলাম- ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায় (২১ মে)২০২৪ইং রোজ মঙ্গলবার দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচন সুষ্ঠু শৃঙ্খলাভাবে সম্পন্ন হয়েছে।
এদিন বেসরকারী ফলাফল থেকে জানা গেছে, সাবেক সফল সংসদ সদস্য ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিশিষ্ঠ রাজনীবিদ, সমাজ সেবক নূর মোহাম্মদ মন্ডল আনারস প্রতীকে-৪৪হাজার ৫১৩ ভোট পেয়ে আবারো উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোকাররম হোসেন চৌধুরী জাহাঙ্গীর ঘোড়া প্রতীকে পেয়েছেন-৩৪ হাজার ৬৬১ ভোট। এবং জাতীয় পার্টির সাধারন সম্পাদক নুর আলম মিয়া যাদু লাঙ্গল প্রতীকে পেয়েছেন-১৫ হাজার৩৮৪ ভোট।
ভাইস্ চেয়ারম্যান পদে নির্বাচিতি হয়েছেন, সাবেক ভিপি ও উপজেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদকে, সাবেক ভাইস চেয়ারম্যান শফিউর রহমান মন্ডল মিলন।তিনি তালা প্রতীকে পেয়েছন-৪১হাজার ৬৬১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আবু আজদ বাবলু চশমা প্রতীকে পেয়েছেন-৩৬ হাজার ৭ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন, মোছাঃ সেলিনা আকতার শিখা। তিনি হাঁস প্রতীকে সর্বাধীক -৫২ হাজার ৯৮১ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মোছাঃ রওশন আরা আলম রীণা কলস প্রতীকে পেয়েছেন-৩২ হাজার ৯০৩ ভোট।
নির্বাচন সুষ্ঠু করতে সরকারের বিভিন্ন সংস্থার ছিল সতর্ক কড়া নজরদারী। ভোট গ্রহনে নিয়োজিত কর্মকর্তাগণ আন্তরিকতার সাথে দয়িত্বপালন করেছেন। তবে এবারের নির্বাচনে প্রত্যেকটি ভোট সেন্টারে ভোটারের উপস্থিতি ছিল তুলনামূলক ভাবে অনেক কম।