");background-repeat:no-repeat;content:""!important;transition:all .2s}.gt_container--2nhldi .gt_switcher .gt_selected a.open:after{transform:rotate(-180deg)}.gt_container--2nhldi .gt_switcher .gt_selected a:hover{background:#ff0000}.gt_container--2nhldi .gt_switcher .gt_current{display:none}.gt_container--2nhldi .gt_switcher .gt_option{position:relative;z-index:9998;border-left:1px solid #cc0000;border-right:1px solid #cc0000;border-top:1px solid #cc0000;background-color:#eee;display:none;width:171px;max-height:198px;height:0;box-sizing:content-box;overflow-y:auto;overflow-x:hidden;transition:height 0.5s ease-in-out}.gt_container--2nhldi .gt_switcher .gt_option a{color:#000;padding:3px 5px}.gt_container--2nhldi .gt_switcher .gt_option a:hover{background:#8224e3}.gt_container--2nhldi .gt_switcher .gt_option::-webkit-scrollbar-track{background-color:#f5f5f5}.gt_container--2nhldi .gt_switcher .gt_option::-webkit-scrollbar{width:5px}.gt_container--2nhldi .gt_switcher .gt_option::-webkit-scrollbar-thumb{background-color:#888}
শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৪:০৫ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী বাউফলের চন্দ্রদ্বীপ ইউনিয়নের এফ বি ছামিরা নামের একটি ট্রলার নিখোঁজ রয়েছে৷ গত বৃহস্পতিবার ১৮ই আগস্ট থেকে গভীর সমুদ্রে মাছ ধরার উদ্দেশ্যে ঘাট থেকে ছেড়ে গেছে বলে জানালেন ট্রলার মালিক বাবুল বেপারীর ভাই মোঃ বেল্লাল বেপারী।
ট্রলারের স্টাফ ও মালিক মোঃ বাবুল বেপারী, সোহরাব মাঝি,জসিম বয়াতী, সবুজ বেপারী, কামাল সহ ১৩ জন জেলে নিখোঁজ।
গত শুক্রবার ১৯ই আগস্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্টে এ ট্রলারডুবির ঘটনা ঘটে। সন্ধ্যার পর থেকেই জেলায় প্রচুর বৃষ্টি ও বাতাস বইছে।
ট্রলারে থাকা জেলেদের বাড়ি বাউফলের চন্দ্রদ্বীপে। তীব্র ঝড় বৃষ্টি ও বন্যায় কবলিত ট্রলারের মাঝি ও স্টাফ সহ সবার পরিবারে শোকের ছায়া বইছে, দুঃশ্চিন্তা করছেন চন্দ্রদ্বীপের সকল মানুষ। বাবুল বেপারী ও জসিম বয়াতী সহ সকলের বাড়ির আঙ্গিনায়ে সজনদের আহাজারি ও কান্নায় বাতাস ভারী হয়ে আসছে।
বাবুল বেপারীর বড় ছেলে আছিফ জানান শুক্রবার বিকাল থেকে ফোনে সংযোগের চেষ্টা করলেও সম্ভব হয়নি।
এবিষয়ে নিজামপুর কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার সেলিম মণ্ডল জানান- সাগরে ট্রলারডুবির খবর পেয়েছি। আমাদের টহল টিম সাগরে রয়েছে। তারা উদ্ধার তৎপরতা চালাচ্ছে।