সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ০৯:৪৩ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি’র গিরিধরপুর গ্রামে প্রতিপক্ষরা জোরপূর্বক গৌর চন্দ্র রায় এর বাড়ির জায়গা দখল করে রাস্তা তৈরি করছে। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপি’র গিরিধরপুর গ্রামের মৃত. কেশব রায় এর পুত্র গৌর চন্দ্র রায় একই গ্রামের মৃত. গোপেস্বর সরকার রায় এর পুত্র গোরা সরকার(৫০), মিন্টু সরকার(৪৫), সুকান্ত সরকার(৪২) জমি জবর দখল করে রাস্তা তৈরির করছে বলে অভিযোগ করেছেন এক ভূক্তভোগী।
তিনি অভিযোগ করে বলেন, গত ০৫/০৯/১৯৯৬ইং সালে আলাদীপুর ইউপির ছয় আনি গ্রামের ওছমান গণি মন্ডল এর স্ত্রী মোছা. গোলজান বিবি এর নিকট থেকে ১৫ শতক জমি ক্রয় মূলে দীর্ঘদিন ধরে বাড়িঘর নির্মাণ করে বসবাস করছেন। কিন্তু একই গ্রামের উক্ত ব্যক্তিরা আমার ক্রয়কৃত সম্পত্তি পড়ে থাকা অবস্থায় সেই জমির উপর দিয়ে যাতায়াত করতে থাকে। অথচ পাশেরই রেকর্ডীয় রাস্তা রয়েছে। রেকর্ডীয় রাস্তাদিয়ে দিয়ে প্রতিপক্ষরা যাতায়াত করে না। এখন তারা আমার বাড়ির জায়গার উপর দিয়ে রাস্তা তৈরি করে সেই জায়গার উপর দিয়ে যাতায়াত করছে।
এই মর্মে গত ০৬/১১/২০২৪ইং আলাদিপুর ইউপি চেয়ারম্যানের নিকট পূর্বের রেকর্ডীয় রাস্তা দিয়ে চলাচল করার জন্য গ্রামবাসীদের গণস্বাক্ষর নিয়ে একটি অভিযোগ করেন। তাদের জমির উপর দিয়ে সরকারি কোন রাস্তা ছিলোনা। দীর্ঘ কয়েক যুগ ধরে পুরাতন রাস্তাটি ব্যবহার করে আসছিল এলাকাবাসী। প্রতিপক্ষরা ঐ রাস্তাটির উপর ইট বালু পাথর রেখে প্রতিবন্ধ সৃষ্টি করে রাখায় গ্রামবাসীরা ভূক্তভোগীর জমির উপর দিয়ে চলাচল করতে থাকেন।
এরই ধারাবাহিকতায় প্রতিপক্ষরা বিরোধ সৃষ্টি করে জোরপূর্বক ক্রয়কৃত সম্পত্তির উপর দিয়ের রাস্তা তৈরি করছে। এ ঘটনায় গৌর চন্দ্র রায় বাঁধা দিতে গেলে প্রতিপক্ষের সঙ্গে বিবাদ সৃষ্টি হয় এবং দলবদ্ধ হয়ে গৌর চন্দ্র রায়ের পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। নিন্দণীয় এ ঘটনায় ভূক্তভোগী পরিবার প্রশাসনের কাছে ন্যায় বিচার দাবী করেন।