রবিবার, ০২ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৪২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদঃ
অনলাইন ভিত্তিক গণমাধ্যম “৭১সংবাদ২৪.কম” এ প্রতিনিধি আহ্বান করা হয়েছে। আগ্রহীগণ জিবনবৃত্তান্ত পাঠাতে 71sangbad24.com@gmail.com -এ মেইল করুন
সংবাদ শিরোনামঃ
ফুলবাড়ীতে জাল দলিলে আদিবাসীর জমি দখল রংপুরে কুয়াশার দাপটে ৭ গাড়ির সংঘর্ষ আহত ২৫ পাবনায় মাসিক চাঁদা না দেওয়ায় বাস পুড়িয়ে দিল যুবদল নেতা পীরগঞ্জে জাতীয় নাগরিক কমিটির সভা অনুষ্ঠিত পাবনার সাবেক ইউপি চেয়ারম্যান ও আ’লীগ নেতা পিন্চু গ্রেফতার পুঠিয়ায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত ৮ গ্রামীণ সড়ক নষ্ট ও বায়ু দূষণের দায়ে দুই ইট ভাটাকে জরিমানা রাণীশংকৈলে তারুণ্যের উৎসব পালিত র‌্যাবের অভিযানে আলোচিত গণধর্ষনের ঘটনায় জড়িত আসামী গ্রেফতার রংপুর প্রেসক্লাবের কমিটি বিলুপ্ত- প্রশাসক নিয়োগ পীরগঞ্জে ওভার ব্রীজ নির্মানের দাবীতে মানববন্ধন মহাসড়ক অবরোধ নড়াইলে পুলিশের অভিযানে ওয়ালটন প্লাজায় চুরির ঘটনায় গ্রেফতার ৭ মাদকসহ আটককৃত গাড়ি ছেড়ে দিতে আদালতের আদেশ তারাগঞ্জ ফুটবল একাডেমীর আয়োজনে জার্সি বিতরণ নড়াইলে বিপুল পরিমাণ গাঁজাসহ গ্রেপ্তার ১ পাবনায় ছাত্রশিবিরের ৩ দিনব্যাপী প্রকাশনা উৎসব শুরু ধুনটে এলাঙ্গী ইউনিয়ন কৃষক দলের কৃষক সমাবেশ পাবনা সদর উপজেলার মধুপুর সপ্রাবি প্রধান শিক্ষিকার বিদায় সংবর্ধনা পুঠিয়ায় নসিমন ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টার সুস্থতা কমনায় দোয়া

ফুলবাড়ীতে জাল দলিলে আদিবাসীর জমি দখল

আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আলুরডাঙ্গা গ্রামে শ্রী জগদীশ কুমার প্রসাদের জমির জাল দলিল সৃষ্টি করে লাঠিয়াল বাহিনী দিয়ে রাজারামপুর মাছুয়াড়া গ্রামের মো. মছির উদ্দিনের পুত্র মো. রেজওয়ান আলী জোর পূর্বক জমি দখল করেন। ফুলবাড়ী উপজেলার শিবনগর ইউপির গঙ্গাপ্রসাদ আলুর ডাঙ্গাগ্রামের মৃত. বাসুদেব প্রসাদের পুত্র শ্রী জগদীশ কুমার প্রসাদ এর গত ৩০/০১/২০২৫ইং ফুলবাড়ী থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায় যে, শ্রী জগদীশ কুমার প্রসাদ তার ক্রয়কৃত ভোগদখলীয় সম্পত্তিতে দীর্ঘ দিন ধরে চাষাবাদ করে করে আসছে।

গত ৩০/০১/২০২৫ইং তারিখে সকাল ৯টায় রাজারামপুর মাছুয়াপাড়া গ্রামের মো. মছির উদ্দিনের পুত্র মো. রেজওয়ান আলী ১৯৬২ সালের জাল দলিল সৃষ্টি করে ঐ দিন ৩০ থেকে ৪০ জন ভাড়াটিয়া লাঠিয়াল বাহিনী এনে জমিতে লাগানো ভুট্টা ক্ষেত নষ্ট করে দেন। ০৩/০১/২০২৪ইং ও ১০/০১/২০২৫ইং তারিখে তার জমিতে আম ও ইউক্লিপটাস গাছ জোর পূর্বক রোপন করেন। ঐ দিন তার সেজ ভাই রঞ্জিতকে পার্শ্ববর্তী আমডুঙ্গি হাটে প্রতিপক্ষ লাঠি দিয়ে মারপিট করেন।

উল্লেখ্য যে, ২৭৪ খতিয়ানের ৪৯৪ দাগে ডাঙ্গা ৯৬ শতক জমি এসএ এবং সিএস দু’টির মালিক তিনজন এর মধ্যে একজন হাড়াম হাসদা, হাম্বু হাসদা ও দাসো হাসদা পিতা মৃত পারু হাসদা। দাসো হাসদা ৩১/০৩/১৯৮০ইং সালে ৪৯৪ দাগে ৩৩ শতক, ৬৮৬ দাগে ডাঙ্গা ৬৪ মধ্যে ৩২ শতক যাহার দলিল নং-১১১৭৩। শ্রী রদগা মার্ডী ভোগদখল করা কালীন মৃতবরণ করেন। তার দুই পুত্র ওয়ারিশ সূত্রে শ্রী ঢাঙ্গ মার্ডী ওরফে বিরাম মার্ডী, পুত্র শ্রী ঝালকা মার্ডী (সুজন মার্ডী)এই দুই দাগে এই ৬৫শতক জমি। আদিবাসী ২০০৫/৩২৮৭ স্মরকে যাহার তারিখ ২৮/০৬/২০০৫ সালে জমি বিক্রির অনুমোতি মোকদ্দমা নং-৩৭১/৮/২০০৪-২০০৫ জেলা প্রশাসক দিনাজপুর এর ১১/০৬/২০০৫ ইং তারিখে তফসিল ভূক্ত জমি বিক্রয়ের অনুমতি প্রদান করেন শ্রী জগদিশ কুমার প্রসাদকে। ২০০৫ সালে ঢাঙ্গা মার্ডী, বিরাম মার্ডী, শ্রী ঝালকা মার্ডী উভয়ের পিতা মৃত ওদগা মার্ডী ফুলবাড়ী সাব রেজিষ্টার অফিসে উক্ত জমি রেজিষ্ট্রি দেন। যাহার দলিল নং-৪৯৪, ৪৯৫।

শ্রী জগদীশ কুমার প্রসাদ নিজ নামে ২০/১০/২০১১ইং খারিজ খাজনা করেন এবং ১৯/০৭/২০০৫ইং সালে মাঠ পর্চা করেন।২৫/০৫/২০২৩ইং সালে মো. রেজওয়ান, মো. হাবিবুল কিবরিয়া খোকন গংরা দলবদ্ধভাবে তার জমি দখল করার চেষ্ঠা করলে জমির মালিক শ্রী জগদীশ কুমার প্রসাদ ফুলবাড়ী থানায় সাধারণ ডায়েরী দায়ের করেন। যাহার জিডি নং-১২৯৬, তারিখ-২৬/০৬/২০২৩ইং। এর পরিপক্ষেপিক্ষতে দিনাজপুর এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সিআরপিসি আদালত খ অঞ্চল ফুলবাড়ী দিনাজপুরে মোকদ্দমা করেন যাহার মোকদ্দমা নং-এসজিআর-২০৪/২০২৩ ফুলবাড়ী থানা উল্লেখ্য যে ৫ জন ব্যক্তি আদালতে মুসলেকা প্রদান করেন। যে ঐ জমিতে আর কোনদিন যাবেন না এবং আইন আমান্য করবে না। এর পরেও তারা ঐ জমিতে আবারও গিয়ে দখল করার চেষ্ঠা করে। এর পরিপেক্ষিতে শ্রী জগদীশ কুমার প্রসাদ থানায় অভিযোগ করলে কোট মামলা ২৬ পি/২০২৫ এব্ধস স্মারক নং-৪১, তারিখ-৩০/০১/২০২৫ইং ধারা ফৌ.কা.বি ১৪৪ প্রতিপক্ষ রেজওয়ান আলী গংদের বিরুদ্ধে নোটিশ প্রদান করেন ফুলবাড়ী থানা।

এই ঘটনায় ফুলবাড়ী থানার এসআই আতিকুর রহমান এর সাথে কথা বললে তিনি জানান, নোটিশ প্রদান করা হয়েছে ঐ জমিতে কোন হস্তক্ষেপ করা যাবে না। এবং শান্তি ভঙ্গের চেষ্ঠা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় শ্রী জগদীশ কুমার প্রসাদ আইনের ন্যায় বিচার কামান করেন।

সংবাদটি শেয়ার করুনঃ

সংবাদটি শেয়ার করুনঃ

©2019 copy right. All rights reserved 71sangbad24.com
Design & Developed BY Hostitbd.Com