রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৪৯ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ীতে মাই টিভির ১৫ বর্ষে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে। ফুলবাড়ী উপজেলা প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী পৌর মেয়র আলহাজ্ব মাহমুদ আলম লিটন, ফুলবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান বাবুল, বেতদিঘী ইউপি চেয়ারম্যান শাহ মোঃ আব্দুল কুদ্দুস,ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (বিশ্ব
শান্তিরক্ষা পদপ্রাপ্ত) মুস্তাফিজার রহমান, ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সভাপতি আফজাল হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান আসাদ, অর্থ সম্পাদক সোহাগ কিবরিয়া, প্রচার সম্পাদক আরিফুল ইসলাম, সদস্য ফয়জার রহমান, সদস্য রাকিবুল ইসলাম,বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজার রহমান ক্রীড়া একাডেমীর পরিচালক তারিকুজ্জামান শুভ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
র্যালী শেষে ফুলবাড়ী থানা প্রেসক্লাব কার্যালয়ে আলোচনা সভা শেষে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেন অতিথিবৃন্দ। অনুষ্ঠানেরৎ সঞ্চালনায় ছিলেন ফুলবাড়ী থানা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আল আমিন বিন আমজাদ। অনুষ্ঠানে অতিথিবৃন্দ মাই টিভির সফলতা ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।