সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
দিনাজপুর ফুলবাড়ী উপজেলার ধানহাটি নিমতলা মোড়ে জাতীয় গণফ্রন্ট ফুলবাড়ী শাখার আয়োজনে মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবাষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। মঙ্গলবার (২৬ নভেম্বর) ২০২৪ইং বিকেল সাড়ে ৩টায় জাতীয় গণফ্রন্ট ফুলবাড়ী শাখার সমন্বয়ক কমল চক্রীবর্তীর সভাপত্বিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস। তিনি তার বক্তব্যে বলেন, মাও. ভাসানী এশিয়া আফ্রিকা ও ল্যাটিন আমেরিকা এক অবিসাংবাদিত নেতা ও উজ্জল নক্ষত্র। যার হাত ধরে অনেকেই শিখেছেন রাজনীতি গড়েছেন নতুন রাজনৈতিক দল। তিনি কৃষক, শ্রমিক জনতাকে সঙ্গে নিয়ে নানা মূখী আন্দোলনে মুখপাত্র হওয়ায়, তিনি হয়ে ওঠেন মজলুম জননেতা। তার উল্লেখ্য যোগ্য আন্দোলন হচ্ছে, ১৯৭৬ সালের ফারাক্কা লংমার্চ, কাঙ্গামারী মহাসম্মেলন। তার অগ্নি ঝরা উক্তি হচ্ছে “খামোস তাবেদার, পিন্ডিপর গোলামীর জিঞ্জির ছিন্ন করেছি দিল্লির দাসত্ব করার জন্য নয়”।
মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ১৮৮০ইং সালে সিরাজগঞ্জ জেলার শাহাজাত পুর উপজেলায় জন্ম গ্রহণ করেন। ১৯৭৬ সালে ১৭ নভেম্বর তিনি মৃত্যু রবণ করেন। আজ জাতীয় গণ ফ্রন্ট এর পক্ষ থেকে তার আমৃত জীবনী ও স্মৃতি স্মরণে এই আলোচনা সভা।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি সহ সাবেক উপজেলা চেয়ারম্যান, জাতীয় কৃষক সমিতির নেতৃবৃন্দ, আমিনুল ইসলাম বাবলু, গণফ্রন্ট এর জেলা কমিটির সদস্য কমরেড জিল্লু রহমান, জাতীয় গণ ফ্রন্ট এর সমন্বয়ক ফুলবাড়ী শাখার কমল চক্রবর্তী, সহ. সমন্বয়ক মো. বদরুজ্জোহা (মিলন), মিলন ছাত্র নেতা একরামুল হক, কৃষক সমিতির আব্দুল হক, আদিবাসী সমিতির সভাপতি রামায় সরেন, মোছা. সানিয়া পারভীন, কৃষক নেতা শাহরিয়ার শুভ সহ কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।