মঙ্গলবার, ০৮ Jul ২০২৫, ০৩:১৮ অপরাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ীতে পবিত্র ঈদুর আযাহা উপলক্ষে ফুটপাতের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং যানজট নিরসনে অভিযান চালিয়েছে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী, বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ।
বৃহস্পতিবার (৫ জুন) সাড়ে ১১টায় ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় নামক স্থান থেকে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়কে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে যৌথবাহিনী। এরপর শহরের সড়ক ও ফুটপাত দখল করা বিভিন্ন খাবার দোকানের সামনে জায়গা দখল, হোটেলের সামনে সাইবোর্ডসহ রাস্তার উপরে আসা অবৈধ্য স্থাপনা উচ্ছেদ করে।
ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইসাহাক আলী জানান, ফুলবাড়ী শহরকে যানযট মুক্ত ও ফুটপাতের দোকানপাট বসিয়ে জনসাধারনের চলাচলে যাতে বাঁধা সৃষ্টি না হয় এবং দূর্ঘটনা এড়াতে এই অভিযান পরিচালনা করা হয়।
এদিকে, অভিযানকে স্বাগত জানিয়েছে শহরবাসী। তবে অভিযানের কয়েকদিনের পর আবারও ফুটপাত ও রাস্তা পুনরায় যাতে দখল না হয় সেদিকেও প্রশাসনকে নজর রাখার আহŸান জানিয়েছেন ফুলবাড়ী বাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে ফুলবাড়ী শহরের তীব্র যানজটের কারণে জনদুর্ভোগ বেড়েছে। বিশেষ করে ফুলবাড়ী বাস স্ট্যান্ড থেকে ঢাকামোড় মোড় পর্যন্ত সবসমায় যানযট বৃদ্ধি পায়। এ বিষয় নিয়ে আইনশৃঙ্খলা কমিটির সভাসহ বিভিন্ন সভায় আলোচনা হয়। এর প্রধান কারণ হিসেবে শহরের গুরুত্বপূর্ণ সড়কে ফুটপাত দখল চিহ্নিত হয়। ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী যোগদান করার পর থেকে বিভিন্ন অভিযান পরিচালনা করেন। তিনি সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব
পালন সহ আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বত্তাক চেষ্ঠা চালিয়ে যাচ্ছেন।