বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১২:৪১ অপরাহ্ন
মোঃ আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ফুলবাড়ী উপজেলার সকল সাংবাদিকদেরকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ১১টায় ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল এর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার মীর মোঃ আল কামাহ্ তমাল ফুলবাড়ীর সার্বিক পরিস্থিতির বিষয় নিয়ে এই মতবিনিময় সভা করেন। মতবিনিময় সভায় ধৈর্য্য সহকারে তিনি সাংবাদিকদের বিভিন্ন কথা শুনেন এবং ফুলবাড়ীর আইন শৃঙ্খল পরিস্থিতি, বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড ও নানা দিক তুলে ধরে তিনি বলেন ফুলবাড়ীর উন্নয়নকল্পে আপনারা সহযোগিতা করলে ফুলবাড়ী একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সম্ভব। ফুলবাড়ী আইন শৃঙ্খলা পরিস্থিতি সুষ্ঠু সুন্দর রাখতে আপনারাই দিক নিদর্শন দিতে পারেন।
আপনারা সমাজের দর্পন। বিশেষ করে ফুলবাড়ী উপজেলার কোথায় কি ঘটছে আমাদের চেয়ে আপনারাই সবচেয়ে বেশি খবর রাখেন। সেই জন্য সাংবাদিকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ৫ জুলাই ও আগস্টে ঘটনার পর ফুলবাড়ীতে তেমন কোন ঘটনা ঘটেনি। কারণ আপনারা সার্বিক সহযোগিতা করেছেন। সরকারি এই সম্পদ আপনাদের। আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে ফুলবাড়ীর উন্নয়ন ও ভবিষ্যৎ। সমস্যা থাকবে। তা সমাধানও হবে। আমি চেষ্টা করব অন্ততপক্ষে প্রতি মাসে এক বার আপনাদেরকে নিয়ে এই মতবিনিময় সভা করা যায়। শতকাজের মধ্যেও আমি আপনাদের পাশে থাকব এবং সাংবাদিকদেরকে সব রকম সহযোগিতা করব।
আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন। আপনাদের এবং আমাদের মধ্যে যেন কোন ভুলবোঝাবুঝির অবকাশ না থাকে। আমাদেরকে সহযোগিতা করলে আমরা রাষ্ট্রীয় কাজে এগিয়ে যাব। সে জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন, ফুলবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ জাফর আরিফ চৌধুরী। তিনি বলেন, আমি দায়িত্ব নেওয়ার পর থেকে বিভিন্ন অভিযান চালিয়ে সরকারি রাজস্ব বৃদ্ধি করেছি। আপনারা যখনই কোন কাজে ফোন দিয়েছেন আমি তাৎক্ষনিক সেই কাজটি করার চেষ্টা করেছি। আমরা সরকারি কর্মচারী, আপনারা আমাদেরকে সহযোগিতা যদি না করেন তাহলে আমরা কাজ করতে পারব না। আপনাদের সহযোগিতায় আমরা কাজ করতে সাহস পাব। এজন্য সাংবাদিক ভাইয়েরা আপনারা এগিয়ে আসুন। আমাদেরকে সহযোগিতা করুন। ফুলবাড়ীর উন্নয়নে আমরা সর্বাত্মক সহযোগিতা করছি। আগামী দিনেও করব ইনশাল্লাহ্, শুধু আপনারা আমাদের পাশে থাকবেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে প্রশাসন সব রকম কাজ করে যাচ্ছে। আমরা কেউ বসে নেই। আপনাদের সবার মঙ্গল কামনা করছি।