সোমবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৫, ০২:০৪ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধি.
ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল মজিদ এর রেকর্ডীয় সম্পত্তি জোর পূর্বক প্রতিপক্ষ মোঃ মইন উদ্দীন গংরা দখল করেন আদালতের আদেশ অমান্য করে। ফুলবাড়ী উপজেলার আলাদীপুর ইউপির উত্তর রঘুনাথপুর গ্রামের মৃত. জহির উদ্দীনের পুত্র মো. আব্দুল মজিদ গত ১০/০১/২০২৫ইং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালত সকল অঞ্চল ফুলবাড়ী দিনাজপুর এ মো. মইনুদ্দিন(৬০), মো. ওবাইদুল(৫৮) সর্ব পিতা- আব্দুল হালিম, মো. শাহামুকদুম(৩৫), মো. ছাপরান(৩০) সর্ব পিতা- মইনুদ্দিন, মো. আরিফ(২৮), পিতা- মো. ওবাইদুল সর্ব সাং- ইসমাইলপুর, মেলাবাড়ী, ফুলবাড়ী, দিনাজপুর। তারা দলবদ্ধভাবে আব্দুল মজিদ এর ২ একর ১৬ শতক জমি জোর পূর্বক দখল করে ইরিবোর ধান চারা রোপন করেন।
এরই পরিপেক্ষিতে আব্দুল মজিদ ৫ জনকে অভিযুক্ত করে আদালতে মামলা দায়ের করেন। মামলাটি আদালত ২৮/০১/২০২৫ইং গ্রহণ করেন। যাহার মামলা নং-৭/২৫। ধারা ফৌঃকাঃবিঃ আইনের ১৪৪ এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দিনাজপুর যাহার স্মারক নং-২৪, তারিখ- ২৮/০১/২০২৫। বিজ্ঞ অদালত উক্ত জমির বিরোধ নিয়ে খুন যখম, আইন শৃঙ্খলার অবনতির সম্ভাবনা রয়েছে সে ক্ষেত্রে প্রতিপক্ষ মইনুদ্দিন গংদেরকে ফুলবাড়ী থানার এ এসআই মোঃ শহিদুল ইসলাম ২৯/০১/২০২৫ইং তারিখে দু’পক্ষকে নোটিশ দ্বারা অবগত করান।
উল্লেখ্য যে, উপজেলার রাজারামপুর গ্রামের আমপুর গ্রামের সাদার উদ্দীনের স্ত্রী মোছা. তফিজন্নেছা বেঁচে থাকাকালীন ১২/০৭/১৯৪৯ইং সালে সুজাপুর গ্রামের মৃত. তোরাব উদ্দীনরে পুত্র ফকিরা শেখ ১৯৫২ইং সালে ৩৭২ দাগে ৬৬ শতকের মধ্যে ৪৯ শতক জমি ইসমাইলপুর গ্রামের রহিম উদ্দীনের পুত্র মো. হালিমকে ১৯৫২ সালে রেজিষ্ট্রি দেন।
রঘুনাথপুর গ্রামের এসএ রেকর্ডীয় মালিক আছর উদ্দীনের পুত্র সাজের উদ্দীন ও জহির উদ্দীন। এসএ রেকর্ডে রামপুর গ্রামের তফিজন নেছা ৪৯ শতক জমি রেকর্ডসূত্রে বিক্রি করেন। বাঁকী জমি বিক্রি করেননি। মইনুদ্দীন ও ওবাইদুল অতি গোপনে ইসমাইলপুর মৌজার ২ একর ১৬ শতক জমি মাঠপর্চ করে নেন। খাজনা পরিশোধ করেন মইনুদ্দীন ও ওবাদুল। এদিকে আব্দুল মজিদ এর পিতা মো. জহির উদ্দীন বেঁচে থাকা কালীন তার জমির খাজনা পরিশোধ করেন। যাহার ডিসিআর নং- ৭৬৫৭২২/২১২/৭৬-৭৭।
আব্দুল মজিদ জানান, ইসমাইলপুর মৌজার জেএল নং-৩৮, খতিয়ান নং-সিএস ২৩, এস এ-২৭, আরএস-৫৯ জমির পরিমান ২ একর ১৬ শতক জমি প্রতিপক্ষগংরা দখল করে নেয়। তারা আদালতের আদেশ মানছে না। রবিবার ০২/০২/২০২৫ইং তারিখে রাত্রী ১১টায় তারা ধানের চারা রোপন করেন। এই ঘটনায় আমি ফুলবাড়ী থানাকে অবজ্ঞত করি। ফুলবাড়ী থানার এএসআই মো. শহিদুল ইসলাম জানান বিষয়টি দেখছি।