মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪০ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির উষাহার পানিকাটা রাস্তায় অভিযান চালিয়ে ভারতীয় আমদানি নিষিদ্ধ ৪১
বোতল ফেন্সিডিল সহ হাফিজুর রহমান হাফিজ(৩৩) কে আটক করেন ফুলবাড়ী থানা পুলিশ।
গত বৃহস্পতিবাার দুপুর ১টায় ফুলবাড়ী থানার এসআই আরিফুল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউপির উষাহার পানিকাটা এলাকায় অভিযান চালিয়ে ৪১ (একচল্লিশ) বোতল ফেন্সিডিল সহ মোঃ হাফিজুর রহমান হাফিজ কে আটক করেন। আটককৃত ব্যক্তির বাড়ি এলুয়াড়ী ইউপির উষাহার খিয়ারপাড়া গ্রামে।
এই ঘটনায় এসআই আরিফুল ইসলাম বাদি হয়ে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন। যাহার মামলা নম্বর-২, তারিখ-০৬/০৭/২০২৩ ইং। ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(৩) এর ১৪ (খ)। এ ব্যাপারে ফুলবাড়ী থানার এসআই মোঃ আরিফুল ইসলামের সাথে কথা বললে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলুয়াড়ী ইউপি এলাকায় অভিযান চালিয়ে ৪১ বোতল ফেন্সিডিল সহ তাকে আটক করা হয়।
এ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কারো সাথে আপোষ নাই। মাননীয় প্রধানমন্ত্রী মাদক নির্মুলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। এ কারণে মাদক নির্মুল কল্পে ফুলবাড়ী থানার সকল অফিসার এক যোগে কাজ করছে।