মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:১৬ পূর্বাহ্ন
আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
ঈদুল আযহা উপলক্ষে দিনাজপুর ৫ আসনে ফুলবাড়ী পার্বতীপুর এর প্রধান সড়কে ঈদের শুভেচ্ছা সহ পোস্টারে ছেয়ে গেছে। গত ২রা জুলাই থেকে ১০ই জুলাই পর্যন্ত ফুলবাড়ী পার্বতীপুরের ইউনিয়নে ইউনিয়নে জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও গণসংযোগ করেন সাবেক ছাত্রনেতা ও সাবেক যুবনেতা জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ সোলায়মান সামি। তিনি আগামী দ্বাদশ সংসদ নির্বাচনের মাঠে থেকে গণসংযোগ অব্যাহত রেখেছেন।
গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফুলবাড়ী-পার্বতীপুর ৫ নির্বাচনে দিনাজপুর ৫ আসনে এমপি ভোট করেছেন। এবারও সংসদ নির্বাচনে মাঠে থেকে জনসাধারণের সাথে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরে এবারও ভোট প্রত্যাশা করছেন। তিনি বলেন, পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিহিংসার রাজনীতি করেন নাই, পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ বাংলাদেশের শ্রেষ্ঠ সংস্কারক ও উন্নয়নের মহানায়ক, তারই হাত ধরে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জি,এম কাদেরের হাতকে শক্তিশালী করতেই আমি কাজ করে যাচ্ছি।