রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:২৭ অপরাহ্ন
এমদাদুল হক লালন- বকশীগঞ্জ(জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জে প্রধানমন্ত্রীর আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় বীর মুক্তিযোদ্ধাদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করা হয়েছে।
আজ ১৫ই ফেব্রুয়ারি বুধবার সকাল ১১টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উদ্বোধনের পর বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুবিধা ভোগীদের মাঝে ঘরের চাবি হস্তান্তর করা হয় ।
ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা, সহকারী কমিশনার (ভূমি) আতাউর রাব্বি, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, উপজেলা সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা আফসার আলী, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আগা সায়ুম সহ অনেকে উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে- উপজেলায় ২৯টি বীরনিবাস ঘরের চাবি হস্তান্তর করা হয়েছে। প্রতিটি বীরনিবাসের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ১৪ লক্ষ ১০ হাজার টাকা। আরও ১২টি ঘরের কাজ চলমান রয়েছে বলে যানাযায়।