বুধবার, ১৯ মার্চ ২০২৫, ০৫:২৫ পূর্বাহ্ন
মোঃ আফজাল হোসেন- দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুরের বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিঃ এর শ্রমিক কর্মচারী ইউনিয়নের নির্বাচনে মোঃ আবুল কাশেম সিকদার বিনা প্রতিদ্বন্দীতায় সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মোঃ জাহাঙ্গীর আলম নির্বাচিত হন।
রবিবার ১৬ মার্চ ২০২৫ইং কর্মচারী ইউনিয়ন রেজিঃ রাজ-১৯৫৬ এর সাধারণ নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়। সকাল ১০টা থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত আনন্দ উৎসবের মধ্যেদিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় বড়পুকুরিয়া কোলমাইনিং কোম্পানি লিঃ এর শ্রমিক কর্মচারী ইউনিয়ন অফিসে। নির্বাচনে ৫ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করা হয়।
এদের মধ্যে সহঃ সভাপতি মোঃ আঃ ওয়াহেদ আলী, সহঃ সাধারণ সম্পাদক আব্দুর নুর শাহিন বিনা প্রতিদ্বন্দীতায়, অর্থ সম্পাদক পদে মোঃ মহসিন আলী। নির্বাচন পরিচালনায় ছিলেন প্রধান আহব্বায়ক আব্দুর রউফ, মোঃ তাজুল ইসলাম ও আব্দুর রাজ্জাক। ভোট গ্রহণ অনুষ্ঠান শেষে সন্ধ্যায় ভোট গণনা শেষে বিজয়ীদের নাম ঘোষণা করেন।