সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:০৬ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর বাউফলে এএলআরডি সহযোগিতায় ‘স্পিড ট্রাস্ট’ এর আয়োজনে আর্ন্তজাতিক গ্রামীণ নারী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২০শে অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে এক র্যালী বের হয়ে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়ে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম মিয়ার সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার আল আমিন।
বিশেষ অতিথি ছিলেন- উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মনিরুজ্জামান, এএলআরডি উপ-নির্বাহী পরিচালক রওশন জাহান মনি, প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলাম, বাউফল মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নার্গিস আরা, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহানারা বেগম, স্পিড ট্রাস্ট নির্বাহী পরিচালক শামসুর ইসলাম দিপু প্রমূখ।
আলোচানা সভায় গ্রামীন নারীদের পক্ষ থেকে বিভিন্ন বিষয় দাবী উপস্থাপন করা হয় যেমন, নারীকে কৃষক হিসেবে স্বীকৃতি দিতে হবে সকল সুযোগ-সুবিধায় নারীর অর্ন্তভূক্তি নিশ্চিত করতে হবে।
আদিবাসীসহ সকল জাতির ধর্মেও নারীর জন্য সম্পদ-সম্পক্তিতে সমঅধিকার নিশ্চিত করতে হবে ।খাসজমি বন্দোবস্তে নারী প্রধান পরিবারের ক্ষেত্রে সক্ষম পুত্র সন্তান থাকার শর্ত বাতিল করতে হবে।
নারী শ্রমিকদেও ক্ষেত্রে মজুরি বৈষম্য বিলোপ করে সর্বক্ষেত্রে নারীদের সমান মজুরি নিশ্চিত করতে হবে। নারী মানে আর অবরোধবাসিনী নয়।
নারীর প্রতি সহিংসতা দূর করে সুন্দর একটি বাংলাদেশ উপহার দেয়ার প্রতি জোর দাবি জানান বক্তারা।