সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১১:০৪ পূর্বাহ্ন
দুলাল হোসেন- পটুয়াখালি জেলা প্রতিনিধিঃ
চির নিদ্রায় শায়িত হলেন পটুয়াখালীর বাউফল উপজেলা আওয়ামী লীগেরসহ সভাপতি, ৬নং কনকদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক ডেপুটি কমান্ডার, কনকদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, বিশিষ্ট শিক্ষানুরাগী,সমাজ সেবক বীর মুক্তিযোদ্ধা মোঃ ইউসুফ আলী হাওলাদার(৬৫)।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে- মঙ্গলবার ১৬ই আগষ্ট রাত ৩.৪০ মিনিটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। তার মৃত্যুতে তার পরিবার, এলাকাবাসি ও দলীয় নেতাকর্মীদের মাঝে বয়ে চলছে শোকের মাতম।
মঙ্গলবার বিকাল ৫.০০টায় বীরপাশা মাধ্যমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তাকে চিরতরের জন্য পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়।
মৃত্যুকালে তিনি তিন ছেলে ও তিন মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী গভীরভাবে শোকাহত।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের সরকারী প্রতিষ্ঠান কমিটির সভাপতি ও সাবেক চীফ হুইপআ.স.ম ফিরোজ এমপি।
তার জানাজা নামাজে অংশগ্রহন করেন বাউফল উপজেলা নির্বাহি কর্মকর্তা, বাউফল উপজেলা ভাইস্ চেয়ারম্যান, বাউফল উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বাউফল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা, বাউফল উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ নেতৃবৃন্দ মরহুমের তিন ছেলে, এবং আত্মীয়-স্বজনসহ বাউফল উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।